ধারাভাষ্য কক্ষ মাতানো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক পেসার ইয়ান বিশপ এবং ভারতের হার্শা ভোগলে কথা বলেছেন বাংলাদেশের জয় নিয়ে। পাকিস্তানের মাটিতে শান-বাবরদের ২-০তে হোয়াইটওয়াশ করে টাইগাররা সিরিজ জেতায় অভিভূত তারা, দিয়েছেন বার্তাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের উদযাপন মুহুর্তের ছবি পোস্ট করে বিশপ লিখেছেন, ‘খেলাধুলাই আসলে সবকিছু নয়। তবে জাতির মনস্তত্ত্ব খেলার দারুণ একটি অবস্থান রয়েছে। আশা করি এ জয় বাংলাদেশের মানুষের মনে কিছুটা আনন্দ এনে দেবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দেবে।’
ভারতের সাংবাদিক-ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের জয় এবং ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে লিখেছেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশ গর্ব করার মতো অল্পকিছু মুহূর্ত পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর ছাড়া খুব বেশি কিছু পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে দাঁড়িয়ে থেকেই দেখল।’
পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় বাংলাদেশের জন্য বড় ঘটনাই। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছিলেন সাকিব-মুশফিকরা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।









