প্রখ্যাত চিত্র পরিচালক, সম্পাদক, সাংবাদিক শিল্পোদ্যোগী ফজলুল হক স্মরণে তিন দিনব্যাপী দ্বিতীয়বারের মতো কলকাতায় শুরু ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক ইজেডসিসি ঐকতান হলে শুক্রবার (২১ জুন) থেকে রবিবার (২৩ জুন) চলবে উৎসব। তিন দিনে মোট ছয়টি ছবি দেখানো হবে। উৎসবের সহযোগিতায় আছে বিধাননগর ফিল্ম সোসাইটি।
উৎসবে বাংলাদেশ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্মের ছোটকাকু সিরিজের মাওয়া থেকে হাওয়া, শঙ্খচিল এবং কুড়াপক্ষীর শূন্যে উড়া। আর ভারত থেকে রয়েছে আরও ৩টি ছবি।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। উদ্বোধনী ভাষণে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, চলচ্চিত্রের এক নিজস্ব ভাষা আছে। সেই ভাষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পিছিয়ে রাখা মানুষের জীবনের কথা তুলে ধরা জরুরী।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য প্রদান করেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রীতেশ বসাক, চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায়, সুবীর মণ্ডল, ফজলুল হক মনি স্মৃতি সংসদ কলকাতার সম্পাদক ড. ইমানুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বারি।
ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রের গান পরিবেশন করেন ছায়ানট, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদ, গানের তরী ও বাহার সুর ঝর্ণা। এদিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।
এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’ দেখানো হয়। পরে দেখানো হয় ভারতীয় নির্মাতা অমিতাভ চ্যাটার্জীর ‘মনোহর এন্ড আই’।
উৎসবের দ্বিতীয় দিনে থাকছে আফজাল হোসেন পরিচালিত ছোটকাকু সিরিজের ছবি ‘মাওয়া থেকে হাওয়া’ এবং দেবদূত ঘোষের ‘আদর’। তৃতীয় ও শেষ দিনে থাকছে আরো দুটি ছবি, যথাক্রমে কালকক্ষ ও কুড়া পক্ষীর শূন্যে উড়া৷


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/06/nadia-salman-75x75.jpg)






