দেশে তৈরী পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩৫টি পরিচালক পদের জন্য ৮০ জনেরও অধিক প্রার্থী লড়ছেন।
আজ ৩১ মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। তৈরি পোশাক রপ্তানিকারকদের দুটি সংগঠন সম্মিলিত পরিষদ এবং অপরপক্ষ ফোরাম নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
এবার মোট ভোটার ১ হাজার ৮৬৪ জন যার মধ্যে ৩০৩ জন চট্টগ্রামের ভোটার। নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে ২৬ জন এবং চট্টগ্রাম থেকে ৯ জন পরিচালক নির্বাচন করবেন ভোটাররা।
তবে স্বচ্ছতার কথা বলে নির্বাচন কেন্দ্রে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেয়ায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থীদের অনুরোধে এমন কাজ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের এমন দাবি অস্বীকার করেছে প্রার্থীরা।









