আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন—ইসি ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আগারগাঁও এলাকায় জড়ো হন।
পুলিশের ব্যারিকেডের কারণে তারা ইসি ভবনের মূল ফটকের সামনে যেতে না পেরে আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
পরিস্থিতির মধ্যে বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য ইসির সঙ্গে বৈঠকে বসবেন বলে তিনি জানান।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, বৈঠকের আগে দলের ভেতরে কৌশলগত বিষয়ে আলোচনা করা হচ্ছে। আলোচনার ফলাফলের ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।
এদিকে ইসি ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।









