সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মোতায়েনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত অন্তত তিন দিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হলো।
এদিকে, গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি পালনের প্রচার চালাচ্ছে অনলাইনে। এই কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। গত দুই দিনে ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে সৃষ্ট আতঙ্কের মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি আরও বলেন, ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা হবে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে। এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।









