ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ি থানার ওসি মুহাম্মদ আব্দুস সালামের বরাতে বিবিসি বাংলা জানায়, আজ (২৯ মে) বৃহস্পতিবার ভোরের দিকে সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাইয়ের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তারা কাজের সন্ধানে গত প্রায় ১০ বছর ধরে নিয়মিত ভারতে আসা-যাওয়া করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুপুরের দিকে আটককৃতদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



