বাংলাদেশ নারী ফুটবল দলের উন্নয়নে কাজ করবে বসুন্ধরা গ্রুপ। আগামী তিন বছর মেয়েদের উন্নয়ন সহযোগী হিসেবে থাকবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিও করেছে তারা।
চুক্তি অনুষ্ঠানে বাফুফের পক্ষে স্বাক্ষর করেন এএফসি কাউন্সিল মেম্বার ও বাফুফে ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। বসুন্ধরা গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সহ-সভাপতি ইমরুল হাসান, মহিউদ্দিন আহমেদ মহি ও বাফুফে সদস্য টিপু সুলতান প্রমুখ।








