বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের ফলাফলের পর সহ-সভাপতি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সাবেক দুই তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালি ও শফিকুল ইসলাম মানিক হেরে গেছেন। সহ-সভাপতি পদে অন্য চার প্রার্থী শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম জয়লাভ করেছেন।
ফুটবল ফেডারেশনে চারটি সহ-সভাপতি পদের জন্য লড়েছেন ৬ জন। প্রথমবারের মতো নির্বাচনে এসেই বাজিমাত করেছেন চার প্রার্থী। ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী। লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ভোট পেয়েছেন। ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ৬৬ এবং আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট। সাব্বির ২০১৬ সালে সহ-সভাপতি পদে এবং মানিক ২০২০ সালে সভাপতি পদে হেরেছিলেন।
১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।
১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার একমাত্র প্রতিদন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।









