বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধায়নে তিন বিভাগে ফুটবল বিস্তারে কার্যক্রম চালাবে ‘বাফুফে ফুটবল একাডেমী’। এ তিন বিভাগ হলো-সিলেট, খুলনা, রাজশাহী। মঙ্গলবার বাফুফের কনফারেন্স কক্ষে সংস্থাটির কর্তাব্যক্তিরা আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বাফুফের এ ফুটবল কার্যক্রম চালানো হবে ঢাকার মতোই দক্ষ কোচিং প্যানেল দিয়ে। প্রতিটি একাডেমির জন্য মোট ছয় জন কোচ থাকবেন। একাডেমির ভর্তি কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই থেকে এবং শেষ হবে ৩১ জুলাই। প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ৭ আগস্ট থেকে।
দুই গ্রুপে ভাগ করে মোট ৯০ জন অংশগ্রহণ করতে পারবে। গ্রুপ-১ থেকে ৪৫ জন অংশগ্রহণ করবে যাদের বয়স হবে ৮-১০ বছর পর্যন্ত। এছাড়া গ্রুপ-২ থেকে ৪৫ অংশগ্রহণ করবে যাদের বয়স হবে ১১-১৪ বছর। ভর্তি ফি হবে ২ হাজার টাকা এবং মাসিক ফি হবে ৩ হাজার টাক। প্রতি সপ্তাহে তিন দিন কোচিং করানো হবে।
রাজশাহীতে প্রশিক্ষণ করানো হবে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। খুলনা বিভাগে হবে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনাতে এবং সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে।









