চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত ফেরানো ফাইনালে নায়ক সোলেমান, চ্যাম্পিয়ন মোহামেডান

রিয়াজুল ইসলাম শুভরিয়াজুল ইসলাম শুভ
6:30 অপরাহ্ন 30, মে 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

কুমিল্লা থেকে: গ্যালারিতে ঐতিহ্য হারানোর হাহাকার সঙ্গী করে শুরু হয়েছিল আবাহনী-মোহামেডানের ফাইনাল মহারণ। সময় যতো গড়িয়েছে, গ্যালারিতে বেড়েছে দর্শক। কানায় কানায় পূর্ণ না হলেও উত্তেজনায় পরিপূর্ণ ছিল। গোলের পর উঠছিল গর্জন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমেছিল ম্যাচও। ফুটবলের হারিয়ে যাওয়া সোনালী অতীত যেন কুমিল্লায় ফিরে এসেছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৮ গোলের রোমাঞ্চের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

মঙ্গলবার কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৪-৪ গোলে অমীমাংসিত ছিল মহারণ। মোহামেডানের হয়ে একাই ৪ গোল করে নায়ক হন সোলেমান দিয়াবাতে।

টাইব্রেকারে প্রথম শট নেয় মোহামেডান। সোলেমান বল জালে জড়ান। আবাহনীর হয়ে শট নেয়া রাফায়েল আগুয়েস্তোর শট ঠেকিয়ে দেন মোহামেডান গোলরক্ষক বিপু। আলমগীর কবির রানা দ্বিতীয় শটে গোল করে মোহামেডানকে সুবিধাজনক অবস্থানে রাখেন। আবাহনীর এমেকা লক্ষ্যভেদ করে স্কোরলাইন করেন ২-১।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দুরাতে ডি অলিভিয়ের মাটি কামড়ানো শটে মোহামেডানের হয়ে নিশানাভেদ করেন। এরপর সিরিয়ান ডিফেন্ডার মোহাম্মাদ ইউসেফও গোল করলে আবাহনীর আশা টিকে থাকে।

সেখান থেকে শাহরিয়ার ইমনের শট ঠেকিয়ে আবাহনীকে ম্যাচে ফেরান গোলরক্ষক শহিদুল। দানিয়েল কলিন্দ্রেসের শট বিপু ঠেকালে মোহামেডানের ডাগআউট উজ্জীবিত হয়ে ওঠে। স্কোরলাইন থাকে ৩-২।

পঞ্চম ও শেষ শটে কামরুল ইসলামের কিক জালে ঢোকামাত্রই ফুটবলে মোহামেডানের নবজাগরণের উল্লাস ছড়িয়ে পড়ে। দশ বছর পর ঘরোয়া ফুটবলে প্রথম কোনো শিরোপা জিতল মতিঝিলপাড়ার দলটি।

এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ পায় আবাহনী। লম্বা থ্রো থেকে মোহামেডানের বক্সের ভেতর ঢুকেছিল বল। গোলরক্ষক সুজন বল ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি। সেই সুযোগে হেড নেন আবাহনী অধিনায়ক রাফায়েল আগুস্তো। অল্পের জন্য বল জালে জড়ায়নি।

নবম মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড মুজাফফারজনের কর্নার থেকে সরাসরি আসা বল ফিস্ট করেন আবাহনী গোলরক্ষক শহিদুল আলম। মিনিট দুয়েক পর বক্সের ভেতর দুর্বল শট নেন রাফায়েল কলিন্দ্রেস। লিডের সুযোগ হারায় আবাহনী।

মোহামেডানের ছন্নছাড়া মধ্যমাঠের সুযোগ নিয়ে আক্রমণে ওঠে আকাশী-নীল দলটি। বক্সের ভেতর সতীর্থ ফয়সাল আহমেদ ফাহিমের কাছে বল বাড়ান এমেকা। বাঁ-পায়ে সুন্দর ফিনিশিং দেন ফাহিম। সুজন ডান পায়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলেও বল জালে জড়িয়ে গেলে ১৬ মিনিটে লিড পায় আবাহনী।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সাদা-কালো দল। আবাহনীও খুঁজছিল ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ। ২৯ মিনিটে কলিন্দ্রেসের ব্যাক পাসে বল পান এমেকা। বক্সের সামনে থাকা এমেকার থেকে বল পেয়ে শট নেন ফাহিম। মাটি কামড়ানো শট সুজনের ঠেকাতে তেমন সমস্যা হয়নি।

কুমিল্লায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে চলছিল খেলা। বাধ্য হয়েই রেফারি খেলোয়াড়দের সুবিধার্থে ৩১ মিনিটের সময় কুলিং ব্রেক দেন। আবাহনীর সিরিয়ান ডিফেন্ডার ইউসেফের হেড সুজন ধরে ফেলেন ৩৭তম মিনিটে। ৪১ মিনিটে হলুদ কার্ড দেখের আবাহনীর সোহেল রানা।

বিরতির আগে ৪২ মিনিটে মাঝ মাঠ থেকে হৃদয়ের বাড়ানো লম্বা পাসে বক্সে বল নেন কলিন্দ্রেস। হাসান মুরাদের পাহারায় কাজ হয়নি। ডান পায়ের কোণাকুণি শটে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড লক্ষ্যভেদ করে আবাহনীর ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কলিন্দ্রেসের ডান পায়ের দুরন্ত শট লাফিয়ে আঙুল দিয়ে প্রতিহত করেন সুজন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের একদম কাছে ফাউলের শিকার হন জাফর ইকবাল। সেটপিস থেকে মুজাফফারজনের কিক রক্ষণ প্রাচীরে আঘাত করে। ফিরতি বলে শট নেন সোলেমান। বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে যায় মাঠের বাইরে। দারুণ আক্রমণ থেকে গোল আদায় করতে পারেনি মোহামেডান।

ম্যাচের ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের দারুণ পাসে বল নিয়ে ডান পায়ে শট করেন ইমানুয়েল সানডে। সাদা-কালোর নাইজেরিয়ান ফরোয়ার্ডের কিক বাইরের জালে লাগে। গোছানো আক্রমণ হানাতে থাকা মোহামেডানের হয়ে বারবার প্রতিপক্ষ ডেরায় চিন্তার কারণ হতে থাকেন জাফর। ৫৬ মিনিটে তার শট ঠেকান শহিদুল।

১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনাল খেলতে নামা মোহামেডানের হয়ে স্বস্তির প্রথম গোল করেন অধিনায়ক সোলেমান। কামরুলের শট বিপদমুক্ত করতে পারেননি আলমগীর। তার ভুলের সুযোগে সোলেমান ৫৬ মিনিটে বল জড়িয়ে নিষ্প্রাণ ম্যাচে উত্তেজনা ফেরান।

তিন মিনিট পর মোহামেডানের দুর্দান্ত প্রত্যাবর্তনে সমতায় ফেরে লড়াই। টানা দেড় মিনিটের আক্রমণের ফসলে স্কোরলাইন হয়ে যায় ২-২। পরে মুজাফফারজনের শট ঠেকান শহিদুল। খানিক পর পাসিং ফুটবলের মাঝে বল পায়ে পাওয়া জাফরের ক্রসে হেডে গোল করেন সোলেমান। নিজের জোড়া গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ান মালির ফুটবলার।

ম্যাচের ৬৫ মিনিটে এমেকার হেড বারপোস্টে লেগে ফেরে। তাকে বেশিক্ষণ হতাশ থাকতে হয়নি। ফাহিমের শট গোলরক্ষক সুজন প্রতিহত করলেও ফিরতি বলে এমেকা নিশানাভেদ করে আবাহনীকে আবারও লিড পাইয়ে দেন।

পিছিয়ে পড়ে হাল ছাড়েনি মোহামেডান। ৭৫ মিনিটে কামরুলের উড়িয়ে মারা শটে হেড নেন সোলেমান। অল্পের জন্য বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। উত্তেজনার পারদ চড়িয়ে ৮৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন সোলেমান। সতীর্থ কামরুলের মাপা শটে হালকা লাফিয়ে হেডে বল জালে জড়িয়ে দুদলের সোনালী অতীতের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের স্মৃতি ফেরান।

তিন মিনিট পর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন হাসান মুরাদ। স্কোরলাইন ৩-৩ থাকা অবস্থায় মাঠে খেলোয়াড়দের ভেতর ছড়াতে থাকে উত্তেজনা। বারবার তর্কে জড়িয়ে পড়ছিলেন তারা। সহজে উত্তেজনা অবসান হয়নি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ৯২ মিনিটে ইমানুয়েল সানডের শট ঝাঁপিয়ে ধরে ফেলেন আবাহনীর গোলরক্ষক। দুই মিনিট পর আকাশী-নীলদের অধিনায়ক আগুস্তোর নেয়া শটে নিশ্চিত গোল ঠেকান সুজন। কয়েক সেকেন্ডের ব্যবধানে বাবলুর মাপা হেড সুজন লাফিয়ে বল বাইরে পাঠিয়ে মোহামেডানের ত্রাতা হয়ে ওঠেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সোলেমান দৌড়ে গিয়ে বক্সে ঢুকে পড়েন। সামনে এগিয়ে এসে গোলরক্ষক শহিদুল তাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মহানাটকীয় ম্যাচে স্পট কিক থেকে মোহামেডান অধিনায়ক অনায়াসে গোল করে ম্যাচে নিজের সাফল্যের হালি পূর্ণ করেন।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে নামেন আবাহনীর এলিটা কিংসলে।

১১২তম মিনিটে রয়েলের শট সুজন অতিমানবীয় সেভ করে মোহামেডানকে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। লাফিয়ে পড়ে যাওয়ার সময় হাতে ব্যথা পেয়ে অনেকক্ষণ কাতরাতে থাকেন সুজন। মাঠে নেমে ফিজিও তার হাতে ব্যান্ডেজ পরিয়ে দেন। সুজন কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। বদলি গোলরক্ষক হিসেবে নামেন আহসান হাবিব বিপু।

সুজনের মাঠ ছেড়ে যাওয়ার পরপরই ১১৮ মিনিটে কলিন্দ্রেসের পাসে বল নিয়ে ডান পায়ের জোরাল শটে রহমত মিয়া গোল করলে আবাহনী সমতায় ফেরে। তখন ৪-৪ স্কোরলাইন। মোজাফফরাজন ফাউলের শিকার হয়ে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান খানিকপর। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কলিন্দ্রেসের হেড ঠেকান বিপু। তাতে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

ট্যাগ: আবাহনীকুমিল্লাফাইনালফেডারেশন কাপবাফুফেমোহামেডানলিড স্পোর্টসসোলেমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশ্যে প্রেমিকাকে হত্যার পর অনুশোচনা নেই বললো প্রেমিক

পরবর্তী

অভিনেত্রী পিয়ারী বেগমের মৃত্যুতে বাচসাসের শোক

পরবর্তী

অভিনেত্রী পিয়ারী বেগমের মৃত্যুতে বাচসাসের শোক

সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি

সর্বশেষ

আ’লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ’লীগ থাকবে: মাহফুজ আলম

জানুয়ারি 29, 2026

ছাদখোলা বাস, সংবর্ধনা এবং আরও সাফল্য তৃষ্ণায় শেষ ঘরে ফেরার আয়োজন

জানুয়ারি 29, 2026

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: রাজশাহী ও নওগাঁয় তারেক রহমান

জানুয়ারি 29, 2026

সাফ নারী ফুটসাল শিরোপা জিতে ঢাকায় ফিরেছে নারী ফুটবল দল

জানুয়ারি 29, 2026

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: ২৮টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩০টি

জানুয়ারি 29, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version