ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় দুটি আর্টিফিসিয়াল টার্ফ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে টার্ফ দুটির একটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপরটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কালাম স্টেডিয়ামের টার্ফ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। পরে বাফুফে সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফের উদ্বোধন করেন বাফুফে সভাপতি। ফিফার অর্থায়নে প্রজেক্ট বাস্তবায়নে মোট ১.৩ বিলিয়ন ডলার অর্থ খরচ হয়েছে, জানান তিনি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের এ যাত্রায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানাতে চাই। এ যাত্রায় আমরা একা নই। এই আরামবাগ এলাকাবাসীসহ সকলের অবদান রয়েছে এ অবস্থানের জন্য। এ অঞ্চল থেকে যেন আরও ভালো ভালো খেলোয়াড় তৈরি হয় সেই প্রত্যাশা থাকবে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এ কাজ করা হয়েছে।’
‘মহানগরের লিগের যে খেলাগুলো হতে যাচ্ছে, সেগুলো এখান দিয়ে শুরু করব বলে আশা করছি। অক্টোবরে যেন একটা লিগ শুরু হয় সেটারও চেষ্টা করব। সাংবাদিকদের জন্য মিডিয়া রুম করব, খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম, রেফারিদের ফিজিক্যাল ট্রেনিংও এখানে করার ব্যবস্থা করা হবে।’
বাফুফের কার্যক্রম সচল রাখার বিষয়ে তিনি বলেন, ‘মাঠ ঠিকঠাক রাখার জন্য বাফুফে রোলার এবং ঘাস কাটার মেশিন কিনছে। বাফুফের যেসব মাঠ ছিল সেগুলো ফুটবল খেলার উপযুক্তের ব্যবস্থা করছে। আমরা অনেকগুলো সাব কমিটি নিয়ে কাজ করছি। গ্রাউন্ডস কমিটি সেগুলোর দেখাশোনা করবে। মাঠের কোয়ালিটি নিয়ে কাজ কবরে কমিটিগুলো।’
২০২৪ সালের ১৭ ডিসেম্বর এই সংস্কার কাজ শুরু হয়। ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও টার্ফ বুঝে নিল বাফুফে। টার্ফের মেয়াদকাল হবে ১৫ বছর।









