সাফ চ্যাম্পিয়নদের দেশে ফেরার উৎসবমুখর দিনে অনাকাঙ্ক্ষিত দুটি ঘটনা ঘটেছে। বুধবার ছাদখোলা বাসে মাথায় চোট পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। পরে খবর হয়, কৃষ্ণারাণী ও শামসুন্নাহারের লাগেজে চুরি হয়েছে। বাফুফে চুরি যাওয়া অর্থের ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বাফুফের মেয়েদের দলের উইং মাহফুজা আক্তার কিরণ ঘটনার বিস্তারিত জানান। এসময় মেয়েদের অর্থ চুরি যাওয়ার ক্ষতিপূরণ দেবেন কিনা জানতে চাইলে কিরণ বলেছেন, ‘অবশ্যই। টাকা পাওয়া না গেলে বাফুফের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’
কিরণ বলেন, ‘কৃষ্ণার লাগেজ থেকে ৯০০ ডলার এবং শামসুন্নাহার সিনিয়রের লাগেজ থেকে ৪০০ ডলার চুরি হয়েছে। বাকিদের লাগেজ অক্ষত আছে। বিমানবন্দর অথরিটি এবং সিভিল এভিয়েশনকে সব জানানো হয়েছে। বিমানবন্দর থানা ও মতিঝিল থানায় জিডি করা হয়েছে।’
ফুটবলাররা ঢাকা থেকেই অর্থগুলো নিয়ে গিয়েছিলেন, বলেছেন কিরণ, ‘সম্ভবত তারা ক্লাব থেকে নিয়েছিল। কৃষ্ণা একাউন্ট থেকে টাকা তুলেছিল।’







