বাংলাদেশের পোশাকশিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য হল- যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাকশিল্প কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোন স্পোর্টস বডির সঙ্গে অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হল।









