আর্থিক অসঙ্গতির দায়ে ফিফার শাস্তি পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এবারের বাফুফে নির্বাচনে সদস্য পদের জন্য লড়েছেন তার স্ত্রী তাসমিয়া রেজোয়ানা।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী লড়েছেন নির্বাচিত হওয়ার জন্য। এ পদেই নির্বাচন করেছেন সোহাগের স্ত্রী। ১১ নাম্বার ব্যালটে লড়েছেন রেজোয়ানা।
উল্লেখ্য, সাবেক সভাপতি কাজী সালাউদ্দীনের আমলে বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির দায়ে আবু নাইম সোহাগকে আগে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। পরে এক বছর বাড়িয়ে তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি তাকে ২০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা) জরিমানাও করা হয়েছিল।









