বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মৃত্যুতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাফুফে আয়োজিতি ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ-২০২৫’ ফাইনাল বাতিল করা হয়েছে। বিকেএসপি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বরিশাল অনূর্ধ্ব-১৫ দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি না হয়ে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাফুফে।
মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর থেকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ-২০২৫ গড়ায়। ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় ফাইনাল গড়ানোর কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাইনাল ম্যাচটি বাতিল করে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
লিগে ফেয়ার প্লে পুরস্কার জিতেছে নোয়াখালী অনূর্ধ্ব-১৫ জেলা দল, সেরা গোলরক্ষক হয়েছেন বরিশাল অনূর্ধ্ব-১৫ দলের আল রাবিদ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৫ দলের আশিক আকন্দ এবং সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৫ দলের নাফিদ।









