বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামাল-সাবিনাদের জন্য নতুন টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ করেছে। আগামী একবছরের জন্য এই দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাইফুল বারী টিটু। তিনি গত কিছুদিন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন।
সাইফুল বারী ২০২৫ সালের মে পর্যন্ত থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে অস্ট্রেলিয়ার পল স্মলি সরে গেলে নতুন নিয়োগের খোঁজে ছিল বাফুফে। ২০১৬ সালে যোগ দিয়েছিলেন স্মলি। ২০১৯ সালে পদ ছেড়ে ব্রুনাই দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। কিছুদিন পর বাফুফে আবার তাকে ফিরিয়ে এনেছিল।









