চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অচেনা তুর্কমেনিস্তানের বিপক্ষে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ

ম্যাচ শুরু বিকাল ৫টায়

‘এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৪’র কোয়ালিফায়ারে বিকেলে নিজেদের মিশন শুরু করছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে সেরাটা দিয়ে জয়ের জন্য খেলতে চায় গোলাম রব্বানি ছোটনের দল।

শুক্রবার বিকাল ৫টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তান ১৩৭তম স্থানে আছে। তিন ধাপ পিছিয়ে ১৪০ নম্বরে বাংলাদেশ। বলা যায়, কাগজে-কলমে সমশক্তির দুই দল মুখোমুখি হতে চলেছে।

হিসাব যে কথাই বলুক, ঘরের মাঠে চিরচেনা কন্ডিশনে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে। অপরদিকে, ইরানের বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হারা  তুর্কমেনিস্তান নিজেদের ফিরে পেতে চাইবে।

টুর্নামেন্ট শুরুর আগে লাল-সবুজের দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেছেন, ‘ভারত ও নেপালের শারীরিক গঠনের সাথে ইরান আর তুর্কমেনিস্তানের মিল আছে। তারা শারীরিকভাবে হয়তো লম্বা হবে। লম্বায় তারা এগিয়ে থাকলেও আমাদের মেয়েদের যে ফিটনেস, এখানে এগিয়ে থাকবে।’

জাতীয় ও বয়সভিত্তিক স্তরে মেয়েদের ফুটবলে কখনোই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেনি বাংলাদেশ।  অচেনা প্রতিপক্ষ হলেও তাদের ব্যাপারে ধারণা যে শূন্য নয়, সেটিও ছোটন আগেই জানিয়ে রেখেছেন। দলটির খেলা ভিডিও ফুটেজে দেখে ধারণা পেয়েছেন তাদের সম্পর্কে।

ইরানের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলা তুর্কমেনিস্তান বড় পরাজয় এড়াতে পারেনি। সেই ম্যাচের পর কোচ মিনগাজোভ কামিল সংবাদ সম্মেলনে ছিলেন হতভম্ব। মুখে ছিল হতাশার ছাপ। বাংলাদেশের বিপক্ষে কোন কৌশলে তার দল মাঠে নামবে, সেই বিষয়েও কিছু বলতে চাননি। মাঝে একদিনের বিরতিতে হয়তো সব পরিকল্পনা সাজিয়েছেন।

সাফের গণ্ডির বাইরে বেরিয়ে এশিয়ান লেভেলে ভালো ফুটবল খেলে নিজেদের প্রমাণ করতে চাওয়ার কথা আসর শুরুর আগে জানিয়ে রেখেছেন টাইগ্রেস অধিনায়ক সামসুন্নাহার জুনিয়র। এবার সেই কথা মাঠে প্রমাণ করার পালা।