বিয়ন্সে ও জে জেড-এর দাম্পত্য লোক দেখানো, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই খবরে তোলপাড় সামাজিক মাধ্যম।
বিয়ন্সের খ্যাতি বিশ্বজোড়া। বিলবোর্ড চার্টও থাকে তারই দখলে। তার সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘কাউবয় কার্টার’ দিয়ে বিলবোর্ডে রাজত্ব চালাচ্ছেন তিনি। এরই মাঝে এমন খবর।
বর্তমান জেনারেশনের জনপ্রিয় র্যাপার জে জেড। সামাজিক মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়। বিয়ন্সে ও জে জেডকে বলা হয় পাওয়ার কাপল। তবে এই যুগলকে একাধিকবার জনসম্মুখে লড়াই করতে দেখা গেছে। এমনকি একে অপরের প্রতি প্রতারণার অভিযোগও তুলেছেন একাধিকবার। তাই তাদের বিয়ে থাকে সবার চর্চায়।
এক পোর্টালে প্রকাশিত খবরে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ‘তারা এমন এক জুটি যাদের আলাদা থাকার চেয়ে একসঙ্গে থাকাটাই লাভজনক।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘তাদের দাম্পত্য আসলে পার্টনারশিপের মতো। তারা বর্তমানে শুধুই বন্ধু জাস্ট যারা আলাদা জীবন যাপন করেন। তাই যা কিছুই ঘটুক, চার দেয়ালের ভেতরেই থাকে। তারা বাহিরে প্রকাশ করেন না।’
মূলত বয়সের পার্থক্য এবং জে জেড-এর প্রতারণার কারণেই সম্পর্কের অবনতি হয়েছে, এমনটাই দাবী করা হয়েছে প্রতিবেদনে।
এই প্রতিবেদন ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। ১৬ বছরের দাম্পত্যে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাওয়ার কাপল। এপ্রিলে তাদের বিবাহ বার্ষিকী। তার মাঝেই এমন খবর!
সূত্র: কইমই







