কে হবেন ২০২২ সালের সেরা নায়ক-নায়িকা? এবার এ নিয়ে জল্পনা শুরুর আগেই মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয় ২০২২ সালে কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তারমধ্যে সেরা অভিনেতা বিভাগে ‘হাওয়া’র জন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর নামটি ছিলো মোটামুটি অনুমেয় ই। ঘোষিত তালিকাতেও হলো না ব্যতিক্রম। তবে সেরা অভিনেত্রী বিভাগে এবার দেয়া হয়েছে যুগ্ম পুরস্কার।
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ এর জন্য জয়া আহসান পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, একই বিভাগে ‘শিমু’ (মেড ইন বাংলাদেশ) চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন নিকিতা নন্দিনী শিমু।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় দেখা যায়, এ বছর ২৭টি বিভাগে ৩২টি পুরস্কার ঘোষণা করা হয়।
এ বছর আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।







