সৌদি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল করিম বেনজেমার আল-ইত্তিহাদ ও ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের। ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে উঠেছে আল-নাসের। প্রথম গোল করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাদিও মানেকে।
হংকংয়ের স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে নেমে প্রথমে এগিয়ে যায় আল-নাসের। ১০ মিনিটের সময় সাদিও মানে গোল করে এগিয়ে দেন। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নাসেররা, পাঁচ মিনিট পর সমতা ফেরে। স্টিভেন বার্গউইনের গোলে সমতায় আসে ইত্তিহাদ।
ম্যাচের ২৫ মিনিটে লাল কার্ড দেখেন সাদিও মানে। ইত্তিহাদ গোলকিপার বল ধরার সময় সংঘর্ষ হয়। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে মানেকে লাল কার্ড দেখান। ফাইনালে খেলা হবে না সেনেগাল ফরোয়ার্ডের।
বিরতির পর আবারও এগিয়ে যায় আল-নাসের। ৬১ মিনিটে গোল করেন জোয়াও ফেলিক্স, ২-১ গোলে এগিয়ে যায় দলটি। ৬৭ মিনিটে আরেকটি গোলের দেখা পেয়েছিল আল-নাসের। ব্রোজোভিচের সেই গোল ফাউলের জন্য বাতিল করে দেন রেফারি।
সেমিতে গোলের দেখা পাননি আল-নাসের দলনেতা রোনালদো ও ইত্তিহাদের বেনজেমা। ২-১ গোলের ব্যবধানে জয় পায় আল-নাসের।
হংকংয়ের একই স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী ২৩ আগস্ট। ফাইনালে ওঠা আল-নাসের প্রতিপক্ষ হিসেবে পাবে আল-কাদসিয়াহ এফসি অথবা আল-আহলি সৌদি ক্লাবকে।









