ক্লাব সতীর্থ সাউথ কোরিয়ান সন হিউন মিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ে মিডফিল্ডার রদ্রিগো বেন্টাঙ্কুর। প্রিমিয়ার লিগে নিষেধাজ্ঞা দিলেও উয়েফা ইউরোপা লিগে রোমা ও রেঞ্জার্সের বিপক্ষে খেলতে পারবেন তিনি। গণমাধ্যমে সাক্ষাৎকার সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা পেলেন বেন্টাঙ্কুর।
জুনে স্বদেশী টেলিভিশনে সাউথ কোরিয়ার মানুষ সম্পর্কে বেন্টাঙ্কুর বলেছিলেন, তাদের সবাইকে দেখতে ‘প্রায় একই রকম’ লাগে। সেই মন্তব্যের পর ‘মজা করেছিলেন’ উল্লেখ করে সতীর্থ ফরোয়ার্ড সনের কাছে দুঃখও প্রকাশ করেছিলেন।
ক্যানাল১০ নামের টিভি শো’তে বেন্টাঙ্কুরকে একজন স্পার্স সতীর্থ খেলোয়াড়ের জার্সি দেখাতে বলা হয়েছিল। সাবেক জুভেন্টাস তারকা উত্তর দিয়েছিলেন, ‘সনের? এটি সনের কাজিনও হতে পারে। কারণ তারা সবাই একই রকম দেখতে।’
‘সন! যা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, এটি মজার রসিকতা ছিল! তুমি জানো আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে অসম্মান করব না বা অন্যকাউকে আঘাত করব না! আমি তোমাকে ভালোবাসি ভাই!’ পরে এভাবে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বেন্টাঙ্কুর।
টটেনহ্যামও সেসময়ে বিবৃতি দিয়ে সনের বক্তব্য তুলে ধরেছিল, ‘আমি তার সাথে কথা বলেছি। সে একটি ভুল করেছে, সেটি জানে এবং ক্ষমা চেয়েছে। বলেছে, সাউথ কোরিয়া আন্তর্জাতিক। ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কিছু বলার নয়। আমরা ভাই এবং আমাদের সবকিছু ঠিকঠাক আছে।’
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লিগে ফিরে আসার আগে বেন্টাঙ্কুর ম্যানচেস্টার সিটি, ফুলহ্যাম, বোর্নমাউথ, চেলসি, সাউদাম্পটন, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের বিপক্ষে খেলতে পারবেন না। রোমা ও রেঞ্জার্সের বিপক্ষে ইউরোপা লিগে খেলতে বাধা নেই তার।









