কারাবাও কাপে প্রথম লেগে সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে নেমে বড় চোট পেয়েছিলেন টটেনহ্যাম হটস্পার মিডফিল্ডার রদ্রিগো বেন্টাঙ্কুর। পাঁচ মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে হাসপাতালে নিতে হয়। সেখান থেকে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। জয়ের শুভেচ্ছা জানাতেও ভোলেননি উরুগুয়ে তারকা।
খেলা শুরুর পাঁচ মিনিটে গোলবারের কাছে হেড করতে গিয়ে পড়ে যান বেন্টাঙ্কুর। কিছু সময় নিথর পড়ে থাকার পর মেডিকেল টিম দ্রুত মাঠে আসে এবং অক্সিজেন মাস্ক দিয়ে স্ট্রেচারে তুলে বাইরে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিতে হয়।
নিজের সবশেষ অবস্থা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গী মেলানি লা বাঙ্কার সাথে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। ধন্যবাদ আপনাদের বার্তার জন্য। জয়ের জন্য দলকে অভিবাদন।’
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৮৬ মিনিটে সুইডিশ মিডফিল্ডার লুকাস বার্গভিলের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। যদিও গোলস্কোরার বার্গভিলের লাল কার্ড দেখার কথা ছিল আগেই, মনে করছেন হেরে বসা অলরেডদের অধিনায়ক ভার্জিল ফন ডাইক।









