বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১৮ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি কূটনীতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
তিনি বলেন, প্রবাসে থেকেও আমরা যেন আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে অটুট রাখতে পারি—এই লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পরিসরে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে সহায়তা করে।
দিনব্যাপী এই আয়োজনে স্থান পায় নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। বাঙালি পোশাকে সজ্জিত অতিথিরা অনুষ্ঠানটিকে আরও রঙিন করে তোলেন। সবার অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির আবহে মুখর হয়ে ওঠে মালদ্বীপের রাজধানী।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে, যাতে প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা যায়।









