গত মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। সৌদি আরবের ক্লাবসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে যাওয়ার আলোচনা ছিল। শেষপর্যন্ত দ্বিতীয়বার বেনফিকায় গেলেন। এক বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাবটিতে গেছেন ৩৫ বর্ষী তারকা।
বেনফিকাতে খেলেই জাত চিনিয়েছিলেন আর্জেন্টিনা দলে লিওনেল মেসির গুরুত্বপূর্ণ সতীর্থ ডি মারিয়া। তখনই তাকে ‘আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার’ আখ্যা দিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। দীর্ঘ একযুগ পর ক্যারিয়ারের গোধূলীলগ্নে এসে সাবেক ক্লাবে ফিরলেন।
গত বছর তুরিনের বুড়িদের দলে যোগ দেয়ার পর চোটসহ নানা কারণে মৌসুম ভালো কাটেনি ডি মারিয়ার। কোনো শিরোপা না জিতেই সিরি আ’র ক্লাবটি ছাড়তে হয়েছে। এরপর থেকেই পরবর্তী গন্তব্য নিয়ে চলতে থাকে নানা আলোচনা।
লিসবনের ক্লাবটিতে আগের মেয়াদে ২০০৭-১০ মৌসুম কাটিয়েছেন ডি মারিয়া। তারপর রিয়াল মাদ্রিদে ৫ মৌসুম, ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম এবং পিএসজিতে ৫ মৌসুম খেলেন।








