স্পেশাল ওয়ান খ্যাত কোচ হোসে মরিনহো পর্তুগালে ফিরেছেন দীর্ঘসময় পর। পোর্তোকে একসময় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছিলেন তিনি। পরে চেলসি-রিয়াল মাদ্রিদসহ বড় বড় ক্লাবের দায়িত্বে ছিলেন। এ মৌসুমে বেনফিকার দায়িত্ব নিয়ে ইউরোপসেরার মঞ্চে আবারও জয়ের স্বাদ পেলেন। তাতে চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্টের খাতা খুলেছে পর্তুগিজ ক্লাবটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে মৌসুমের প্রথম জয় তুলেছে বেনফিকা। ডাচ ক্লাবটির মাঠে ২-০তে জিতেছে মরিনহোর শিষ্যরা। পঞ্চম ম্যাচে এসে আসরে প্রথম জয় যেটি।
তুরস্কের ক্লাব ফেনেরবাচকে কোচিং করিয়ে মরিনহো চলতি বছরের সেপ্টেম্বরে স্বদেশী ক্লাব বেনফিকার দায়িত্বে পাড়ি জমান পর্তুগাল। তাতে চ্যাম্পিয়ন্স লিগে আবারও ফিরেছেন।
মৌসুমের প্রথম জয়ে তিন পয়েন্ট নিয়ে বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ২৮তম স্থানে আছে। শেষ ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে হারের পর মরিনহো বলেছিলেন, আসরের শেষ ২৪ এর মধ্যে জায়গা করে নিতে চান।
আয়াক্স পাঁচ ম্যাচে এখনও জয় কিংবা ড্রয়ের দেখা পায়নি। আছে ৩৬ দলের একদম তলানিতে। মরিনহোর বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগে পরের প্রতিপক্ষ নাপোলি। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ইতালিয়ানদের।









