আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে আগুনে মৃত্যুর ঘটনায় প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা। পাশাপাশি এমন হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজন্মের চেতনার পক্ষ থেকে বলা হয়, রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই শিশুসহ চারজন যাত্রী মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক। আহত দগ্ধরা এখনো শঙ্কামুক্ত নয়। এটি স্পষ্ট একটি নাশকতা।
সংগঠনটি জানায়, জাতীয় স্বার্থেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সব নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা দরকার। যাতে আর কেউ এ ধরনের অপকর্ম করতে সাহস না পায়। এই নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।







