আইসিসির টেস্ট বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দৌড়ে সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে পেছনে ফেলেন স্টোকস। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেরার নাম জানায়।
ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন স্টোকস। টেস্টে নজর কেড়েছেন আলাদাভাবে। ২০২২ সালের মাঝামাঝিতে ইংলিশদের সাদা পোশাকের নেতৃত্ব নেন। তার অধীন ১০ টেস্টে দলটি জিতেছে ৯ ম্যাচে।
ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর স্টোকসের সাথে মিলিয়ে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট খেলাচ্ছেন। ইংলিশদের দুর্দান্ত কাটা বছরটার সেই কথাই যেন উঠে এলো স্টোকসের সেরার খবরে।
দলের মতো ব্যক্তিগত পারফর্মেও উড়েছেন ইংলিশ অধিনায়ক। ব্যাট হাতে ২৬ ইনিংসে ৩৬.২৫ গড়ে করেছেন ৮৭০ রান। রয়েছে দুই শতকের পাশাপাশি ৪ অর্ধশতক। ২০ ইনিংসে শিকার করেছেন ২৬ উইকেট।
অনবদ্য পারফর্মে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন স্টোকস।







