জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন বাবা কেভিন কারেন। দুই ভাই টম কারেন ও স্যাম কারেন খেলছেন ইংল্যান্ডের হয়ে। তাদের ভাই বেন কারেন অনুসরণ করলেন বাবার পথ। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পেলেন ২৮ বর্ষী বেন।
আগামী ১১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুদল। তার আগে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন।
দুই ভাইয়ের মতো বেন কারেনেরও জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেট শুরু ইংল্যান্ডে। ইংল্যান্ডের নর্দাম্পটনে জন্ম বেনের। ২০১৮ সালে ওই অঞ্চলের ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে অভিষেক তার। দলটির হয়ে প্রথমে খেলেন টি-টুয়েন্টি, পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে পা রাখেন।
২০২২ সালের পর জিম্বাবুয়েতে পাড়ি দেন বেন। সেখানে খেলা শুরু করেন। দেশটির চলতি লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় এপর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বেন। ৪ ম্যাচে ২৫৮ রান করেছেন। রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি ইনিংস। প্রথম শ্রেণির প্রতিযোগিতা লোগান কাপেও চলতি মৌসুমে এপর্যন্ত সর্বোচ্চ ৫১৯ রান করেছেন তিনি। রয়েছে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি।
আগামী বুধবার টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু জিম্বাবুয়ে ও আফগানিস্তানের। ১৩ ও ১৪ তারিখে সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি গড়াবে। ১৭ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি একদিনের ম্যাচ খেলবে ১৯ ও ২১ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট এবং নতুন বছরের ২ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল।









