ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-২ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহ্যাম। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দেখানো লাল কার্ডে বেশ চটেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কার্ডের বিরুদ্ধে আপিল করবে লস ব্লাঙ্কোস দলটি।
ম্যাচ শেষে রেফারি জেসুস গিল মানজানো লাল কার্ড প্রসঙ্গে প্রতিবেদনে দাবি করেন, বেলিংহ্যাম ‘আক্রমণাত্মক মনোভাব’ দেখিয়েছেন। বারবার চিৎকার করে বলছিলেন ‘এটা বাজে(গালি) গোল ছিল।’
মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে শেষ বাঁশি বাজার পর লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার।
ঘটনাটি ম্যাচের একেবারে শেষ মুহূর্তের। যার উৎসমূল রেফারি নিজেই। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডানপ্রান্ত ধরে এক আক্রমণে উঠেছিল মাদ্রিদ, ব্রাহিম ডিয়াজের ক্রসে হেডে বল জালেও পাঠিয়েছিলেন বেলিংহ্যাম। কিন্তু ক্রসের ঠিক আগমুহূর্তে ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি জেসুস মানজানো।
মাদ্রিদ খেলোয়াড়রা উত্তেজিত হয়ে মাঠে ঘিরে ধরেন রেফারিকে। জানাতে থাকেন প্রতিবাদ। বেলিংহ্যাম একটু বেশি উত্তেজিত ছিলেন। রেফারি লাল কার্ড দেখিয়ে বসেন ইংলিশ মিডফিল্ডারকে।







