লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন জুডে বেলিংহাম। রেফারির প্রতিবেদনে ছিল, তার দিকে ‘আগ্রাসী আচরণ’ করেছেন এই ফুটবলার। পরে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এটা মানতে পারছেন রিয়াল মাদ্রিদ তারকা। তার মতে, স্পেনের ফুটবলে নবীন বলেই এই ধরনের সিদ্ধান্তের শিকার হচ্ছেন তিনি।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ২০ বর্ষী ফুটবলার। তার দাবি, রেফারিকে আক্রমণাত্মক বা অপমানজনক কিছু বলেননি।
‘আমার মনে হয় না তাকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। কখনও কখনও আমার মনে হয়, যেহেতু আমি এখনও নতুন এবং এরকম, এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়।’
অবশ্য নিজের যেটুকু দায় আছে তা মেনে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে মানতে পারছেন তিনি। বলেছেন, ‘নিজের কাজের দায় আমাকে নিতেই হব এবং আমার মনে হয়, তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি। তবে এই সিদ্ধান্ত মানতে পারছি না। আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, তাহলে ভালো কিছু হতে পারে। আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর। শেষ পর্যন্ত দুই ম্যাচই বাইরে থাকতে হলে সেই দায়ও আমাকে নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন জোগাব।’
গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের যোগ করা সময়ে হেডে গোল করেছিলেন বেলিংহাম। তবে বেলিংহামের গোল ও রেফারির শেষ বাঁশি একই সময়ে ঘটে। রেফারি জেসুস গিল মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা দেন। রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারিকে। এ সময় বেলিংহাম রেফারির উদ্দেশ্যে গালি দিয়ে কথা বলেন। সে কারণে তাকে লাল কার্ড দেখতে হয় তখনই।
শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও সে (বেলিংহাম) মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল।’
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ধারায় বলা হয়েছে, ‘কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে।’ ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।
নিষেধাজ্ঞার কারনে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না বেলিংহাম। যদিও ক্লাব কর্তৃপক্ষ শাস্তি বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।







