উয়েফা নেশন্স লিগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে পাত্তায় পায়নি পোল্যান্ড। নিজেদের মাঠে পোলিশদের বিপক্ষে রীতিমত তাণ্ডব চালিয়েছে রবের্তো মার্টিনেজ মন্টোলিউয়ের দল। ৬-১ গোলে বিধ্বস্ত করেছে লেভান্ডোভস্কিদের। আরেক ম্যাচে ওয়েলসকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
এমন ফলাফল আসবে ম্যাচ নামার আগে হয়ত ভুল করেও ভাবেনি পোলিশ কোচ চেসোয়াফ মিচনিউইকজ। পুরো ম্যাচে ছেলেদের অসহায় আত্মসমর্পণ মাঠে বসেই দেখতে হয়েছে তাকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে পোলিশ রক্ষণদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে বেলজিয়াম।
অথচ শুরুর গল্পটা রাঙিয়েছিলেন পোলিশ তারকা লেভান্ডোভস্কি। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লেভা। সেই গোল শোধ দিতে বেলজিয়ামকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৪২ মিনিট পর্যন্ত। এক্সেল উইটসেলের গোলে সমতায় থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
বিরতি থেকে ফিরে তাণ্ডব চালাতে শুরুতে কিছুটা সময় নিয়েছে বেলজিয়াম। ৫৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে শুরু হওয়া সেই তাণ্ডব চলেছে রেফারির শেষ বাঁশি বাজা অবধি। ৭৩ ও ৮০ মিনিটে গোল করে জোড়া গোল আদায় করে নেন লেয়ান্ড্রো ট্রোসার্ড।
৮৩ মিনিটে লিয়েন্ডার ডেনডোনকার এরপর শেষ বাঁশি বাজার আগে গোল করেন লোইস ওপেনদা। হ্যাজার্ড গোল না পেলেও সহযোগিতা করেছেন দুটি গোলে। শেষ পর্যন্ত ৬-১ গোলে হারে পোল্যান্ড।
নেশন্স লিগের অপর ম্যাচে রোমাঞ্চ জাগে ডাচদের গোলের বিপরীতে অতিরিক্ত যোগ করা সময়ের দুই মিনিটে ওয়েলস তা শোধ দিলে। তবে ম্যাচে জয় পেয়ে মরিয়া ডাচদের জয় বঞ্চিত রাখা যায়নি। যোগ করা চতুর্থ মিনিটে শেষ বাঁশি বাজার আগে বৌত ভেঘোর্স্ট গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
উয়েফা নেশন্স লিগের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইউক্রেইন। আরমেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্কটল্যান্ড।







