ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলোর লড়াই জমে উঠেছে। এ পর্বে কঠিন প্রতিযোগিতা হবে মেনে, সেটি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া ফ্রান্স ও বেলজিয়াম। দুদলের কোচের চোখে ভিন্ন পরিকল্পনা থাকলেও লক্ষ্য একটাই, কোয়ার্টারের পথ পরিষ্কার করা।
শেষ ষোলোর লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ফ্রান্স ও বেলজিয়াম। খেলা হবে ডুসেলডর্ফ অ্যারেনায়।
ম্যাচের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘এখন আর গ্রুপপর্ব নেই। এখন প্রতিযোগিতার মধ্যে আমাদের প্রতিযোগিতা করতে হবে। দক্ষ হতে হবে। ম্যাচ জয়ের জন্য গোল করতে হবে।’
বেলজিয়ামের কোচ ডমিনিকো টেডেসকো অবশ্য নিজেদের ভাগ্য নিয়ে আশাবাদী। তার বিশ্বাস এ পর্বেও ভাগ্যে ভালো কিছু হবে- ‘এটা অবিশ্বাস্য যে আমরা তিন ম্যাচে মাত্র দুটি গোল করেছি এবং ফ্রান্সের অবস্থাও একই। কিন্তু এটা ফুটবল, বিশ্বাস রাখতে হবে।’
দুদলের মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে বেলজিয়াম। কাইলিয়ান এমবাপে ও কেভিন ডি ব্রুইনদের দল ৭৫ বার মুখোমুখিতে ৩০ ম্যাচে জিতেছে বেলজিয়াম। ২৬ বার জয়ের মুখ দেখেছে এমবাপের দেশ। ফলাফল ভাগাভাগি হয়েছে ১৯ ম্যাচে।









