নতুন অধিনায়ক বেছে নিয়েছে বেলজিয়াম। কাতার বিশ্বকাপ শেষে অবসরে যাওয়া এডেন হ্যাজার্ডের জায়গায় নেতৃত্বে দেখা যাবে ৩১ বর্ষী মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে। কোচ রবের্তো মার্টিনেজ তথ্যটি জানিয়েছেন।
অধিনায়ক হয়ে ডি ব্রুইন বলেছেন, ‘আমার জন্য এটা গৌরবের যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমার বয়স প্রায় ৩২। আন্তর্জাতিক পর্যায়ে এখন অবসরের চিন্তা করিনি। মনে করি দেশের জন্য এখনও কিছু করতে পারব, যেটা নতুনদের সাহায্য করবে।’
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্ত্তয়া এবং ইন্টার মিলান ফরোয়ার্ড রোমেলো লুকাকুকে সহ-অধিনায়ক করা হয়েছে। কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইন।







