তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন কুয়েত প্রবাসীরা।
বুধবার ১ জানুয়ারি কুয়েত বিএনপি ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীরা এই নামাজ আদায় করেন।
এদিন এশার নামাজের পরে দেশটি হাওয়াল্লী আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ খতিব মাওলানা নুরুল আলম গায়েবানা জানাজা নামাজ পড়ান।
গায়েবানা নামাজে অংশগ্রহণ করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফজুর রহমান, সিনিয়র নেতা চুন্নু মোল্লা, সোয়েব আহমেদ, বাংলাদেশ কমিউনিটির মুখপাত্র ফয়েজ কামালসহ সকল রাজনৈতিক দলের কুয়েতের নেতৃবৃন্দ। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দও গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।
মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম জিয়ার যে ত্যাগ এবং অবদান ভুলার নয়। নেত্রীর আদর্শ স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং পরিশেষে নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।









