গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালকে তৃতীয় আম্পায়ার হিসেবে আউট দিয়ে আলোচিত হয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার এজবাস্টন টেস্টে আবারও আলোচনায় ভারতীয় ওপেনার ও বাংলাদেশি আম্পায়ার। এবার অবশ্য দুজনে একে অপরের মুখোমুখি হয়ে পড়েননি। জয়সওয়ালকে নিয়ে সৈকতের সিদ্ধান্তে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শেষপর্যন্ত অবশ্য সৈকতের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে।
এজবাস্টনে চলছে ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ইনিংসে ভারতের দেয়া ৫৮৭ রানের জবাবে ৪০৭ রান করে থামে ইংল্যান্ড। ১৮০ রানে এগিয়ে থেকে এক উইকেটে ৬৪ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে সফরকারী দল। তাতে এখন পর্যন্ত ২৪৪ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ারের একজন হিসেবে আাছেন বাংলাদেশের সৈকত।
তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ইংলিশ পেসার জশ টাং। দায়িত্বে থাকা শরফুদ্দৌলার আঙুল তুলে জয়সোয়ালকে আউট দেন।
সিদ্ধান্তটি ইংল্যান্ডকে খুশি করলেও রিভিউ নেয়ার ক্ষেত্রে জয়সওয়াল ছিলেন দ্বিধাগ্রস্ত। বিষয়টি নিয়ে কথা বলেন সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে। বেশ সময় নিয়েই রিভিউ নেয়ার কথা জানান জয়সওয়াল , নিয়মানুযায়ী শরফুদ্দৌলা সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।
এ সময় ইংলিশ অধিনায়ক স্টোকস ছুটে যান সৈকতের দিকে। তার দাবি, রিভিউ নেয়ার ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। রিভিউ নেয়ার সুযোগ আর নেই। তবে সৈকত জানান, সময়ের মধ্যেই জয়সওয়াল রিভিউ নিয়েছেন।
নিয়মের মধ্যেই রিভিউ হয়েছে জানালেও স্টোকস সেটি মানতে রাজি নন। বেশ কিছুটা সময় স্টোকস তর্ক করে যেতে থাকেন আম্পায়ারের সঙ্গে। এর মধ্যে ম্যাচের অপর আম্পায়ার ক্রিস গাফানিও এসে যোগ দেন। পুরো দৃশ্যপটে স্টোকসকে বেশ অসন্তুষ্ট দেখা গেছে।
এ দিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে পান, জয়সওয়াল আউটই ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার। একটি রিভিউ হারায় ভারত। অর্থাৎ সৈকতের আউটের সিদ্ধান্ত সঠিকই ছিল। মাঝে জয়সওয়ালের মনে হয়েছে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দেননি, স্টোকসের মনে হয়েছে আম্পায়ার নির্ধারিত সময়ের পরে রিভিউ নেয়ার সুযোগ দিয়েছেন।









