কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, কোন নির্দিষ্ট দলের অধীনে ছাত্র-জনতার আন্দোলন হয়নি। কোনো দলের ট্যাগ নিয়ে কেউ আন্দোলনে আসেনি। অন্তর্বর্তী সরকারকে বলবো, ক্ষমতাকে নিজের সম্পত্তি মনে করবেন না।
তিনি সোমবার (২৩ সেপ্টেম্বর) একথা বলেন।
তিনি আরও বলেন,যারা মাজার ভাঙছে, তাদের বিষয়ে সচেতন হতে হবে।
ফরহাদ মজহার বলেন, গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে গণমাধ্যম নীতি করতে হবে, যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় তরুণদের ওপর ঢালাওভাবে দোষ চাপানো সঠিক নয়।









