বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ আজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে না।
আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, বিডিআর হত্যা মামলার জামিন শুনানি আজ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হচ্ছে না।
তিনি জানান, আদালত পরিচালনার কোন প্রেক্ষাপট নেই। কোথায় কবে বিচার হবে তা বিচারকের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে। বিচারক অস্থায়ী আদালত পরিদর্শন করেছেন।
এর আগে, মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আলিয়া মাদ্রাসা মাঠে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, মাঠটিতে মাদ্রাসার পূর্বনির্ধারিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা রয়েছে। ফলে সেখানে আদালত বসতে দেয়া হবে না।
বিচারক অস্থায়ী আদালত পরিদর্শন করার পরই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গতরাতে অস্থায়ী আদালত আগুন লেগে পুড়ে যায়।









