বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআই)-এর অবসরপ্রাপ্ত একাউন্টস অফিসার মোহাম্মদ নুরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা জেনারেল হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, সহধর্মিনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ব্যবসায়ী, মেজো ছেলে লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ইউকে এর অ্যাসোসিয়েট ডিন এবং ছোট ছেলে শিক্ষক।
নুরুজ্জামানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।









