দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বোর্ডটির ৩৭তম সভাপতি হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন।
গত আগস্টে ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করলে সহ-সভাপতি রাজীব শুক্লা অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আরও কিছু পদের নির্বাচন হয়েছে।
শুক্লা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। দেবজিৎ সাইকিয়া সাধারণ সম্পাদক থাকছেন। সাবেক খেলোয়াড় রঘুরাম ভাট কোষাধ্যক্ষ পদে এসেছেন।
ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং ছেলেদের নির্বাচকের দায়িত্ব পালন করবেন। এ কমিটির প্রধান অজিত আগারকার, যার মেয়াদ ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আগের নির্বাচক সুব্রত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ায় এস সরৎ জুনিয়র দলের নির্বাচকের দায়িত্বে থাকছেন।
ভারতের ঘরোয়া ক্রিকেটে মানহাস ১৯৯৭-১৯৯৮ থেকে ২০১৬-২০১৭ সাল পর্যন্ত ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৯,৭১৪ রান করেছেন। ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪,১২৬ রান এবং ৯১টি টি-টুয়েন্টি ম্যাচে করেছেন ১,১৭০ রান। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস দলের সাথে কাজ করেছেন তিনি।









