পাকিস্তানের ফার্স্ট ক্লাসে খেলা সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার খিজির হায়াৎ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার লাহোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। খিজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিজ্ঞ সাবেক আম্পায়ার ৩৪টি টেস্ট এবং ৫৭টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে রয়েছে বিশ্বকাপের ম্যাচও। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের জেনারেল ম্যানেজার ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড খিজিরের মৃত্যুতে তার শোকগ্রস্ত পরিবারের পাশে আছে।









