চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তবে বাদ পড়ার বিষয়টি অধিনায়ক লিটন দাসকে আগে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এমনকি দল গঠনের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়নি তার সাথে। তাতে কিছুটা হতাশই লিটন দাস।
বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এমন জানান বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।
দল নির্বাচন নিয়ে লিটন বলেছেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে নির্বাচক প্যানেল থেকে এবং বোর্ড থেকে, যে দলটা দেওয়া হবে সেই দল নিয়েই কাজ করতে হবে। আমার কোনো মতামত থাকবে না- আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে চাই না।’
‘এতদিন জানতাম যে অধিনায়ক হয় তার একটা দল গোছানোর পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি কয়েকদিন থেকে জানতে পারলাম যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দল নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে। অধিনায়ক হিসেবে কতটুকু কঠিন এরকম পরিস্থিতি?’-যোগ করেন লিটন।
লম্বা সময় ধরে টি-টুয়েন্টি দলের নিয়মিতমুখ শামীম হোসেন বাদ পড়েছেন আয়ারল্যান্ড সিরিজ থেকে। লিটন বলছেন তিনি জানেন না এই প্রসঙ্গে। বলেছেন, ‘এটা আমার সিদ্ধান্ত ছিল না। পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে। আমি এতদিন জানতাম যে, একটা দল যখন মানুষ পরিচালনা করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে বা কোন খেলোয়াড়টা বের হবে।’
‘বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ই ভালো। যার জন্যই জাতীয় দলে আসে। যে ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারা ভালো করবে। বাট শামীমের বাদ হওয়ার পেছনে কোন কারণ আমি দেখি না। আর আমি কখনো আমি এটা নোটিশও পাই না যে কেন সে বাদ হয়েছে। কিন্তু ও দলে থাকলে ভালো হতো।’
হতাশা প্রকাশ করে লিটন বললেন, ‘কেন শামীম নয়? কিন্তু একটা সময় ছিল সে খুব ভালো নজর কাড়ার মত ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, তা তার জন্য হতাশাজনক। অধিনায়ক হিসেবে আমিও দুঃখিত, কিছু বলতে পারব না তাকে। কারণ আমি আশা করি না কখনোই, আমার ১৫ জন প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করবে। দুই-তিনটা সিরিজে যখন পারফর্ম করবে না, তার পাশে আমার থাকা উচিত। আমি সত্যিই সরি যে, আমি তাকে ব্যাক করতে পারিনি।’









