আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভারতে খেলবে না বাংলাদেশ, কয়েক দফা আইসিসির সঙ্গে বৈঠকের পরও অবস্থানে অটল বিসিবি। এরই মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ না খেললে নাকি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন কোনো ভাবনা নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
রেভস্পোর্টজের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটি এই খবর জানিয়েছে। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, রেভস্পোর্টজকে পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।
টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই গড়ানোর কথা ভারতে। তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনে ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি। এরই মধ্যে আইসিসির সঙ্গে দুই দফায় বৈঠকও করেছে বিসিবি। দুটি সভাতেই ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানে অনড় থাকার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসিও জানিয়ে দিয়েছে, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না।
এমন মুহূর্তে খবর বের হয়, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যমে প্রতিবেদন, আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের সব প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি। বোর্ডটির কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তীতে বিবৃতি দেবে তারা। বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেছে পিসিবি। বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়টি যদি অমীমাংসিত থাকে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে, লেখা হয়েছে দেশটির বোর্ডের বরাতে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পাশে রয়েছে এবং নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানাচ্ছে। এবং, আয়োজক হওয়া নিয়ে কোন দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয় মনে করছে।
পিসিবির বরাতে আগের খবর ছিল, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে তারা বাংলাদেশ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের সব স্টেডিয়াম বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে।
গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসেছিল বিসিবি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে বিসিবিকে সময়সীমা বেধে দিয়েছে ক্রিকেটে বিশ্ব সংস্থা, ক্রিকইনফো জানাচ্ছে এমন। বৈঠকে বিসিবি বাংলাদেশ দলের ভারতে ভ্রমণ এবং খেলার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা পুনরায় উল্লেখ করেছে। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে অনড় থেকে বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলার কথা আবারও বলেছে।









