ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসতে শুরু করেছে পরিবর্তন। আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। পরিচালকদের মধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। রদবদলে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন জেগেছে। সে প্রসঙ্গে উত্তর দিয়েছেন টাইগার কোচও। জানিয়েছেন, বোর্ড চাইলে সরে যেতে রাজি তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। সোমবার নাজমুল হোসেন শান্তদের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হাথুরুসিংহে।
‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, দায়িত্ব পালন করতে চাইবো। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, তাতে আমার সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন লঙ্কান এ কোচ। তার আশা, দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বাংলাদেশের পরিস্থিতি।
‘যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার সহমর্মিতা ও ভালোবাসা রইল। খুবই কঠিন সময় এটি। আমি আশা করি, ছাত্রদের দাবিগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।’
‘আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেয়ার ক্ষমতা আছে খেলাধুলার। ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’
আগামী বছর গড়াতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির।









