আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হন ফারুক আহমেদ। পরে গঠনতন্ত্র মেনে সভাপতি দায়িত্ব নেন। প্রায় নয় মাস দায়িত্ব পালনের পর তাকে বিসিবির শীর্ষ পদ থেকে সরাতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ফারুককে বার্তাও দিয়েছেন। তবে ফারুক জানালেন পদত্যাগ করছেন না।
বুধবার রাতে যু্ব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ফারুক। সেখানে তাকে জানানো হয় বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার। বৈঠকে ফারুককে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হয়। সেটি মানতে নারাজ বিসিবি সভাপতি। ক্রিকইনফোকে ফারুক আহমেদ জানিয়েছেন এমনই।
বলেছেন, ‘(ক্রীড়া) উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। তবে বলেছেন তারা আমাকে আর ‘কন্টিনিউ’ করাতে চান না। তবে আমি পদত্যাগ করব না, কারণ আমি একজন নির্বাচিত বোর্ড সভাপতি।’
গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হন। ২১ আগস্ট পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক। সরকার চাইলেও সরাসরি ফারুককে সভাপতির দায়িত্ব থেকে সরাতে পারবে না। কেননা বোর্ডে সরকারী হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বিসিবি। কেউ নিজ থেকে দায়িত্বে ছাড়লে অবশ্য সমস্যা নেই।









