সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পরিচালিত বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে, দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভার পর নতুন সভাপতি ফারুক আহমেদ বললেন এভাবেই।
বৃহস্পতিবার দীর্ঘ বোর্ড সভার পর সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিসিবি সভাপতি বললেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’
ফারুক এটিও জানালেন, তাদের উপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে।
বিসিবির সব আর্থিক কর্মকাণ্ডের স্বাধীন অডিট করার কথাও বলেছেন ফারুক। তাতে কোনো অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেছেন।








