গতমাসে ক্যারিবীয় দ্বীপে লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও ব্যাট হাতে ফর্মে নেই উইকেটরক্ষক-ব্যাটার। নাজমুল হোসেন শান্ত টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাওয়ায় সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দৌড়ে তাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ফারুক আহমেদ।
শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্সে ঘুরতে আসেন ফারুক আহমেদ। শান্ত’র টি-টুয়েন্টির নেতৃত্ব থেকে সরে যাওয়া এবং পরের অধিনায়ক হিসেবে লিটনকে ভাবনায় রাখার কথা জানান। অবশ্য হাতে সময় থাকায় এখনই অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি।
শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘ও নিজে থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-টুয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। প্রথমে আমাকে বলেছে, সুতারং ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। যদিও টি-টুয়েন্টি বেশ দূরে আছে, প্রায় ছয়মাস পরে মনে হয় টি-টুয়েন্টি। এটা আসলে এই মুহুর্তের ইস্যু না, আমরা এটার জন্য অপেক্ষা করবো।’
নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে লিটন দাসকে এগিয়ে রাখছেন বিসিবি প্রধান। বর্তমান ফর্মহীনতা তাতে খুব বেশি সমস্যা করবে না বলে মনে করছেন। ফারুক আহমেদের আশা শিগগিরিই ফর্মে ফিরবেন লিটন।
‘আমি সবসময় মনে করি ক্রিকেটিং গেম, মেধা এবং ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটির সাথে ফর্মের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে, সেটা ভিন্ন ব্যাপার। একজন ব্যাটার ফর্মের বাইরে থাকবে এটা স্বাভাবিক একটা বিষয়। যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, অনেক বড় নামের ব্যাটারও রান করতে পারছেন না।’
‘এই ট্যুরে (ওয়েস্ট ইন্ডিজ) লিটনের বেস্ট পার্টটা ছিল- যেটা চিন্তা করেছিলাম আমি এবং বোর্ডের সাথেও কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম, অনেক সময় প্লেয়ারকে দুভাবে হেল্প করা যায়। যেহেতু ওয়ানডেতে রান করছিল না, ক্যাপ্টেন্সি পেলে যদি রানে ফিরে আসে। ফর্মে ফিরে না আসলেও ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো করেছে। এটা একটা বিরাট গুণ একজন ক্যাপ্টেনের, তার ব্যক্তিগত পারফর্ম যেন ক্যাপ্টেন্সিতে প্রভাব না ফেলে। আমি আশা করি ও খুব শিগগিরই ফর্মে ফিরবে। তারপর আমরা যখন টি-টুয়েন্টির ক্যাপ্টেনের বিষয়ে আলোচনা করবো, তখন ও এগিয়ে থাকবে।’









