ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। নিরাপত্তা ইস্যুতে দেশেই ফেরা হয়ে ওঠেনি। পরে দেশের মাটিতে তো নয়ই, বিদেশেও বাংলাদেশের পরের সিরিজগুলোতে আর খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। প্রশ্ন বড় হচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কিনা। চলতি বিপিএলের মাঝেই সেটির সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধান ফারুক আহমেদ জানালেন এমন কথাই।
শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্স ঘুরতে আসেন ফারুক আহমেদ। সাকিবের বিষয়ে প্রশ্নের উত্তর দেন। সঙ্গে জানালেন, সাকিব সমস্যাগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথে নিয়মিতই যোগাযোগ করেছেন। ইতিবাচক নির্দেশনা পেলে দেশের জার্সিতে ফিরবেন।
‘সাকিব এখনও তো অবসর নেয়নি, তেমন কিছুই হয়নি। চেষ্টা নয়, সাকিব এখন যদি অবসর নিয়ে ফেলত, তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে, কীভাবে ওটা ঠিক করা যায়। আর এই বিষয়গুলোতে আমার হেল্প করার কোনো অবস্থা নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকার থেকে, যদি কোনরকম নির্দেশনা আসে- ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে।’
মন্ত্রণালয় ইতিবাচক নির্দেশনা দিলেও সাকিবের ফিটনেস ও মানসিক অবস্থা বিবেচনা করে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে, জানালেন বিসিবি প্রধান। বললেন, ‘তার ফিটনেস, মানসিক অবস্থা এবং নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’
সাকিবের জন্য টিম ম্যানেজমেন্টের চাহিদা থাকলেও বিষয়টা জাতীয় ইস্যু হওয়ার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড। বিসিবি সভাপতি বললেন, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবো না, যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু। সেটা নির্বাচকরা চাইলে করতে পারবে না।’
‘সাকিবের বিষয়টা আমি বলেছি, আসলে মন্ত্রণালয়ের (ক্রীড়া) নির্দেশনায় আমি বলেছি। মন্ত্রণালয় যখন বলেছে, ঘোষণাও দিয়েছিল আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি বলেছেন, সাকিব খেলবে এবং তার সমস্যাটা সরকার দেখবে। তারপর যখন শেষদিকে আসল, যে এটা একটা নিরাপত্তা হুমকি রয়েছে তখন বন্ধ করে দিয়েছে।’
আগামী ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। প্রথমে সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে খেলবে, পরে পাকিস্তানে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের বাইরে যেহেতু টুর্নামেন্ট হবে, সেখানে তো সমস্যা থাকার কথা না সাকিবের খেলায়। বিসিবি সভাপতি বিষয়টি মানছেন। বিপিএলের মাঝেই বিষয়টি নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন। বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে, জিনিসটা আমার মনে হয় এই বিপিএলের মাঝে নির্বাচক টিমের সাথে বসে সিদ্ধান্ত নেয়ার দরকার আছে।’









