বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ৫১ জন প্রার্থী তা জমা দেন। যাচাই-বাছাই শেষে সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রাথমিক তালিকায় তিন ক্যাটাগরি থেকে মোট ৪৮ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। মনোনয়ন বাতিল হয়েছে যাদের, তারা অবশ্য আপিল করতে পারবেন মঙ্গলবার। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে আপিল গ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫ পর্যন্ত চলবে শুনানী। ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রাপ্ত আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। তাতে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।
বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মনোনীত কাউন্সিলর শওকত হোসেনের, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর হাসিবুল আলমের।
ক্যাটাগরি ১ থেকে (জেলা-বিভাগ) ১৮ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ১৫ জন, ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে বৈধতা পেয়েছেন ৩০ জন। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেয়া তিন জনই বৈধতা পেয়েছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।
ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন দুজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন।









