বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। তাকে অভিনন্দন জানিয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিসিবির পাঠানো বার্তায় সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘তাবিথ আউয়াল এবং নব নির্বাচিত বাফুফে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানাতে চাই। এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত। আমি আত্মবিশ্বাসী যে, জনাব আউয়াল উদ্যোগী দৃষ্টি ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। আশা করি বাংলাদেশ ফুটবলে উন্নতি করবে এবং দারুণ সব সাফল্য অর্জন করবে।’
‘বিসিবি মনে করে ক্রীড়া ফেডারেশনগুলোকে সহযোগিতার গুরুত্ব রয়েছে। আমরা বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন ও বৃদ্ধির অভিন্ন স্বার্থে বাফুফের সঙ্গেও কাজ করার জন্য উন্মুখ।’
শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে বাফুফের ভোটগ্রহণ। শেষে নির্বাচন কমিশন ফলাফলে জানান, ভোট পড়েছে ১২৮টি। নির্বাচিত সভাপতি তাবিথ ভোট পেয়েছেন ১২৩টি, প্রতিপক্ষ মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।








