বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে সংস্থাটি।
বিসিবি তাদের শোক সংবাদে জানিয়েছে, বিসিবি কৃতজ্ঞতার সাথে দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নিরন্তর আশীর্বাদ এবং শুভকামনাকে স্মরণ করছে। প্রধানমন্ত্রী থাকাকালীন, তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছিলেন।
ক্রিকেট অবকাঠামোর উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তার দূরদৃষ্টি এবং উৎসাহে ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করছে তা অনেকের পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখে শামিল এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করছি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার পূর্বনির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বাতিল করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতির শোকের প্রতি শ্রদ্ধা এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিবি ঘোষণা করছে যে, আজকের নির্ধারিত বিপিএলে সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ বাতিল করা হয়েছে। পুনঃসূচি নির্ধারণ করে জানানো হবে।









